ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হামলা, ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, এপ্রিল ২, ২০১৪
কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হামলা, ৬ পুলিশ নিহত

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যদগুলো জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলাকারী সামরিক পোশাক পরে মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করতে চেয়েছিল।



তিনি আরও বলেন, হামলাকারী মন্ত্রণালয়ের মানব সম্পদ বিভাগে প্রবেশ করতে চেয়েছিল। হামলায় বহু পুলিশ সদস্য আহত হয়েছেন।

হামলার পর এলাকাটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কেন এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে আফগানিস্তানকে বিরত থাকার জন্য তালেবান জঙ্গিদের দেওয়া এক সর্তক বার্তার কয়েক ঘণ্টার মাথায় এ হামলা হলো।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।