ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এএপিকে সমর্থন দিচ্ছেন না আমির খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, মার্চ ২৮, ২০১৪
এএপিকে সমর্থন দিচ্ছেন না আমির খান

ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে গুঞ্জন চলছে, বলিউড সুপারস্টার আমির খান দেশের নব্য রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি)-কে সমর্থন দিচ্ছেন।
কিন্তু এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন আমির খান।

এমনকি এএপিকে তিনি যে সমর্থন দেননি সেটি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবগত করেছেন।

ইসিকে  লেখা চিঠিতে আমির সাফ জানিয়েছেন, তিনি আম আদমিসহ বিশেষ কোনো দলে নিজেকে জড়াচ্ছেন না।

বলা হচ্ছে, এএপির কয়েকজন প্রার্থী টুইটারে আমির ছবি তাদের নির্বাচনী প্রচারণার পোস্টারে ব্যবহার করেছেন। তাদের দাবি, ৪৯ বছর বয়সী আমির তাদের সমর্থন দিয়েছেন।

আমিরের মুখপাত্র বলেছেন, আমির খান কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন না। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন না বা প্রচারণা চালাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।