ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, মার্চ ২৩, ২০১৪
সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক

ঢাকা: সিরিয়ার যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরিয়ান প্লেন আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর কঠিন জবাব দেওয়া হয়েছে।

কিন্তু সিরিয়া সরকার এটাকে তুরস্কের ‘আগ্রাসন’ বলে উল্লেখ দাবি করেছে। প্লেনটি সিরিয়া সীমান্তের ভেতরে থাকার পরও তুরস্ক ‘বাড়াবাড়ি’ করেছে বলে তারা জানায়।
সীমান্তের এমন একটি এলাকায় এ ঘটনা ঘটেছে যেখানে সিরিয়ার সরকারি বাহিনী ও বিরোধীরা সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে।

একসময়ে জোটবদ্ধ এ দুই রাষ্ট্রের মধ্যে ৫’শ কি.মি বেশি অভিন্ন সীমান্ত রয়ছে।

এদিকে রোববার একটি ৠালিতে অংশ নিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী এ ঘটনার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।