ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে লরি বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, মার্চ ১৩, ২০১৪
চীনে লরি বিস্ফোরণে নিহত ৩১

ঢাকা: চীনের উত্তর মধ্যাঞ্চলীয় শানঝি প্রদেশের একটি সুড়ঙ্গপথে বিপজ্জনক কেমিক্যাল দ্রব্যবাহী দু’টি লরির সংঘর্ষের পর বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন।



বৃহস্পতিবার শানঝির স্থানীয় সরকারের গণসংযোগ কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রদেশের উত্তরাঞ্চলীয় ঝিনচেং শহরের একটি সুড়ঙ্গপথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর লরি দু’টিতে আগুন ধরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে, প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিল বলে জানায় দেশটির সংবাদ মাধ্যমগুলো।

নিরাপত্তা ঘাটতির কারণে চীনে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দুই লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।