ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিখোঁজ উড়োজাহাজের পাইলটের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, মার্চ ১২, ২০১৪
নিখোঁজ উড়োজাহাজের পাইলটের ছবি প্রকাশ

ঢাকা: পাঁচদিন ধরে নিঁখোজ রহস্যঘেরা মালয়েশীয় উড়োজাহাজের এক পাইলটের ছবি প্রকাশিত হয়েছে। বুধবার মালয়েশিয়ার সিভিল এভিয়েশন ছবির সঙ্গে সর্বশেষ কথাও প্রকাশ করে।

বেইজিং এর হোটেল কক্ষে নিখোঁজ স্বজনদের এ বিষয়ে অবহিত করে কর্তৃপক্ষ।

এমএইচ৩৭০ ফ্লাইটের ককপিট থেকে সর্বশেষ ‘অল নাইট, গুড নাইট’ কথাটি ভেসে আসে। রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে মালয়েশিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার রুমের কমর্কর্তারা এ কথা শুনতে পান। এমন মন্তব্যের পরই রাডার স্কিন থেকে বিমানটি উধাও হয়ে যায়।

ধারনা করা হচ্ছে,  ছবির পাইলটই সর্বশেষ কথাটি বলেন। পাইলটের নাম জাহেরি আহমেদ শাহ। বলা হচ্ছে, এসময় বিমানটি মালয়েশিয়া থেকে ভিয়েতনাম এয়ারস্পেসে ‍অতিক্রম করছিল।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ১২ টা ৪১ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছেড়ে যায়। কিন্তু এর দু ঘণ্টা পর রাডার থেকে হারিয়ে যায় উড়োজাহাজটি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।