ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে জাতীয় পতাকা পরিবর্তনে গণভোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, মার্চ ১১, ২০১৪
নিউজিল্যান্ডে জাতীয় পতাকা পরিবর্তনে গণভোট

ঢাকা: নিউজিল্যান্ডে জাতীয় পতাকা পরিবর্তন করা নিয়ে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। সোমবার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জন কি।

আগামী ৩ বছরের মধ্যে এ ভোটগ্রহণ করা হবে।

নিউজিল্যান্ডের বর্তমান পতাকায় একপাশে ক্রসের সমষ্টি এবং উত্তরের কোণে বৃটিশ পতাকার চিত্র রয়েছে।  

তিনি বলেন, এই পতাকা একটি নির্দিষ্ট সময়ের প্রতিনিধিত্ব করে যা থেকে নিউজিল্যান্ড সরে এসেছে।

এই পতাকা উপনিবেশবাদ ও ওপনিবেশবাদ পরবর্তী সময়ের প্রতিনিধিত্ব করে, যার সময় শেষ হয়ে গেছে বলেও জানান।

তিনি বলেন, পতাকাটিতে এখনও যুক্তরাজ্যের প্রভাব রয়েছে। তাই আমরা আর বৃটিশদের দ্বারা প্রভাবান্বিত হতে চাই না।

পাশাপাশি, বর্তমানে নিউজিল্যান্ডের জাতীয় স্পোর্টস টিমের সঙ্গে মিল রেখে জন কি কালো রংয়ের মধ্যে রূপার ফার্নের মতো করে একটি পতাকার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

এদিকে, পতাকা ইস্যুতে সমর্থন দিয়েছে দেশটির বিরোধী লেবার পার্টি।

তবে গত মাসের এক জরিপে দেখা গেছে, মাত্র শতকরা ২৮ ভাগ লোক দেশটির পতাকা পরিবর্তনের পক্ষে যেখানে ৭২ ভাগ লোক বর্তমান পতাকাতেই সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।