ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে সাংবাদিক হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, মার্চ ১১, ২০১৪
আফগানিস্তানে সাংবাদিক হত্যা

ঢাকা: আফগানিস্তানে ব্রিটিশ-সুইডিশ এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে কাবুলের ওজির আকবর খান এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত ওই বেতার সাংবাদিকের নাম নিলস হর্নার। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আফগানিস্তানে সুইডেনের রাষ্ট্রদূত পিটার সিমনেবি বার্তা সংস্থা এপি’কে জানান, হর্নার সুইডিশ ন্যাশনাল রেডিও এর আফগানিস্তান প্রতিনিধি ছিলেন। নিহতের খবর তারা হর্নের পরিবারকে জানিয়েছেন।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তালেবান হত্যার কথা অস্বীকার করেছে।  

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বলা হয়, তারা ঘটনার তদন্ত করছেন।

সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।