ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, মার্চ ১০, ২০১৪
ক্যালিফোর্নিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ইউরিকা’র সমুদ্র উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৪ দশমিক ৩ মাইল গভীরে।



ইউরিকা পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পটি প্রচণ্ড জোরালো হলেও এর আঘাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বা জারি করা হয় নি কোনো সুনামি সর্তকতা।

ইউএসজিএস’র বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় রোববার রাত ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলসহ আশপাশের এলাকায় অনুভূত হয়। এরপর ওই এলাকায় বেশ কয়েকটি মৃদু ভূকম্পন (আফটার-শক বা পরাঘাত) হয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪/আপডেট: ১২৩৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।