ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে নিরাপত্তা অভিযানে আটক ৬০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, নভেম্বর ৭, ২০১০

বেইজিং: এশিয়ান গেম্স সামনে রেখে চীনের গানজু শহরে নিরাপত্তা অভিযান চালিয়ে পুলিশ। পুলিশ এপর্যন্ত ৬১১ জনকে আটক করেছে।

শনিবার নিরাপত্তা বাহিনী এতথ্য জানিয়েছে।

আগামী ১২ থেকে ২৭ নভেম্বর এশিয়ান গেম্স অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী শনিবার জানিয়েছে, এশিয়ান গেম্স ঘিরে নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে ১০ লাখ গাড়ি ও ৩০ লাখ মানুষের ওপর নিরাপত্তা তল্লাশি চালিয়েছে পুলিশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ