ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতকে ২৬/১১’র আরও তথ্য দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ৬, ২০১০
ভারতকে ২৬/১১’র আরও তথ্য দিয়েছে পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তান শুক্রবার ভারতকে ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলার আরও দলিল হস্তান্তর করেছে।

পররাষ্ট্র কার্যালয়ের মহাসচিব আফরাসিয়াব শুক্রবার ইসলামাবাদে ভারতের সহকারী হাই কমিশনার রাহুল কুলশ্রেষ্ঠকে ডেকে পাঠান।

এসময় তিনি মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা বিষয়ে ‘পাকিস্তানের ১৩ নং দলিলটি’ হস্তান্তর করেন।

ওই হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন।

একইসঙ্গে হামলার প্রধান প্রত্যক্ষদর্শীর জবানবন্দি সংগ্রহের জন্য ভারতে একটি কমিশন পাঠানোর পাকিস্তানী প্রস্তাবের বিস্তারিত তথ্যও জানান তিনি।

এছাড়া পররাষ্ট্র কার্যালয় ভারত সরকারের কাছে প্রস্তাবিত কমিশনকে দেশটি সফরের সুবিধা দেওয়ার অনুরোধ করেছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়।

২০০৮ সালের নভেম্বরে পাকিস্তান থেকে ১০ বন্দুকধারী গোপনে মুম্বাইয়ে প্রবেশ করে। এসময় নিরাপত্তা রক্ষীদের হাতে নয়জন অস্ত্রধারী নিহত হন। পরে আজমল আমির কাসাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ওই সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়।

এদিকে ওবামার ভারত সফরের একদিন আগে এ দলিলটি হস্তান্তর করা হয়। চারদিনের সফরের প্রথমদিন শনিবার ওবামা মুম্বাই পৌঁছান। তিনি আজ ওই সন্ত্রাসী হামলার প্রধান স্থান তাজ হোটেলে সারারাত অবস্থান করবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।