ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

১০ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, গাজায় আরও ৭৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, জুলাই ১০, ২০২৫
১০ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, গাজায় আরও ৭৪ জন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত সংঘাতের মধ্যেই হামাস জানিয়েছে, তারা ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতির আলোচনা এখনো কঠিন পর্যায়ে রয়েছে।

হামাস বলছে, বড় বাধা হলো ইসরায়েলের অবাধ্যতা।

বুধবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৭৪ জন নিহত হন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশাবাদ প্রকাশ করেছেন যে শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

হামাস বলেছে, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনায় এখনো বেশ কিছু জটিলতা রয়েছে। এর মধ্যে রয়েছে- জরুরি ত্রাণ প্রবাহ নিশ্চিত করা, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য ‘গুরুত্বপূর্ণ নিশ্চয়তা’ অর্জন।

হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু জানান, তারা সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ ও মর্যাদাপূর্ণ উপায়ে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের সম্পূর্ণ অবসান না হওয়া পর্যন্ত এই সহায়তা প্রবাহ চলতে দিতে হবে।

তিনি আরও জানান, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীকে কোন এলাকাগুলো থেকে সরে যেতে হবে, তা এমনভাবে নির্ধারণ করতে হবে যেন ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত না ঘটে এবং দ্বিতীয় ধাপের আলোচনার জন্য পথ উন্মুক্ত হয়।

ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এই সপ্তাহ বা আগামী সপ্তাহে একটি সমঝোতা হওয়ার ভালো সম্ভাবনা আছে। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধ ও গাজার বাস্তবতা অনিশ্চিত।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।