ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে হামলায় ট্রাম্পের ক্ষমতা কমাতে কংগ্রেসে বিল উত্থাপন  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, জুন ১৭, ২০২৫
ইরানে হামলায় ট্রাম্পের ক্ষমতা কমাতে কংগ্রেসে বিল উত্থাপন  

মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি, যিনি রিপাবলিকান দলের সদস্য এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সহকর্মী, কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন যা ইরানে হামলার আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করবে।

বিলে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন না থাকলে প্রেসিডেন্টকে ইরানের ওপর যেকোনো সামরিক হামলা বন্ধ করতে হবে।

এর আগের দিন, সিনেটেও এ ধরনের আরেকটি প্রস্তাব পেশ করা হয়েছে।

যদিও কংগ্রেসে বিলটি পাস হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবুও যুদ্ধবিরোধী বিরোধীদের চাপ বাড়ানোর ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।