ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আমরা ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি:  ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জুন ১৭, ২০২৫
আমরা ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি:  ট্রাম্প

যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত ইরানের সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ানোর ঘোষণা না দিলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি ও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।

তার “আমরা” বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ইরানের ভালো স্কাইট্র্যাকার ছিল, ছিল প্রচুর প্রতিরক্ষামূলক সরঞ্জামও। কিন্তু সেগুলোর মান আমেরিকান তৈরি 'জিনিসপত্রের' ধারে-কাছেও আসে না। কেউই যুক্তরাষ্ট্রের মতো করতে পারে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, আমি ইরান-ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাতের ‘স্থায়ী অবসান’ চাই। এ সময় মধ্যপ্রাচ্যে তার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি তুলে ধরা হলে ট্রাম্প বলেন, না, আমি যুদ্ধবিরতির পক্ষে না। আমি চাই একেবারে চূড়ান্ত অবসান। তেহরান পরমাণু অস্ত্র কার্যক্রম পুরোপুরি পরিত্যাগ করুক। সেটিই হবে এই সংঘাতের প্রকৃত সমাপ্তি।

নিজের এই বক্তব্যকে আরও গুরুত্ব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা শুধু একটা বিরতি নয়, আমি চাই একটা ‘রিয়েল এন্ড’। আলোচনার মেজাজে আমি নেই।

সূত্র: আল জাজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।