ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে গুলিতে নিহত রুশপন্থি ইউক্রেনীয় রাজনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, মে ২১, ২০২৫
স্পেনে গুলিতে নিহত রুশপন্থি ইউক্রেনীয় রাজনীতিবিদ ইউক্রেনের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল ঘিরে রেখেছে মাদ্রিদের পুলিশ

স্পেনের রাজধানী মাদ্রিদে বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা আন্দ্রি পোর্তনভ নিহত হয়েছেন। বুধবার (২১ মে) মাদ্রিদে আমেরিকান স্কুলে সন্তানদের পৌঁছে দিতে গিয়ে বিদ্যালয়টির বাইরে তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোর্তনভ যখন তার গাড়িতে উঠছিলেন, তখন একাধিক বন্দুকধারী তার মাথায় এবং শরীরে কয়েকবার গুলি করে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।

মাদ্রিদের জরুরি পরিষেবা জানিয়েছে, চিকিৎসকরা যখন তাকে মৃত অবস্থায় পায়, তখন তার শরীরে কমপক্ষে তিনটি গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন ছিল।

সাবেক ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন রাজনীতিবিদ পোর্তনভ। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয়ের উপ-প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ইয়ানুকোভিচ রাষ্ট্রপতি থাকার সময় পোর্তনভকে ব্যাপকভাবে রাশিয়াপন্থি রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করা হতো।

২০১৪ সালে ইউক্রেন ত্যাগ করে অস্ট্রিয়া যাওয়ার আগে ২০১৫ সালে পোর্তনভ রাশিয়ায় বাস করতেন বলে জানা গেছে। তিনি কখন স্পেনে যান, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংবাদমাধ্যম। ২০১৮ সালে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তার বিরুদ্ধে রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখলে জড়িত থাকার অভিযোগ ওঠে। ২০১৯ সালে ফৌজদারি মামলাটি বন্ধ করে দেওয়া হয়।

২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পোর্তনভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে। তাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, নিজের লাভের জন্য ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা এবং সরকারি চুক্তি বা প্রাকৃতিক সম্পদ আহরণ সম্পর্কিত দুর্নীতির অভিযোগ তোলা হয়।

এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।