পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি স্কুলবাসে বোমা হামলায় অন্তত পাঁচজনের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েক ডজন।
পুলিশ বিবিসিকে জানায়, প্রত্যন্ত খুজদার শহরের অদূরে সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে ওই বাসে বিস্ফোরণ ঘটে। নিহত পাঁচজনের তিনজনই শিশু।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পুড়ে ছাই হয়ে যাওয়া একটি বড় বাসের ধ্বংসাবশেষ দেখা যায়। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল স্কুলব্যাগ। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি প্রদেশ। অস্থিরতা বিরাজ করা এই প্রদেশে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলে যাচ্ছে। এই প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মোহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন। শিশুদের লক্ষ্য করে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চাওয়া হামলাকারীদের তিনি ‘হিংস্র জানোয়ার’ বলে আখ্যা দিয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী বিস্ফোরণের পেছনে প্রতিবেশী ভারত ও বেলুচিস্তানে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ তুলেছে, যদিও এর পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি বছরের মার্চ মাসে বেলুচিস্তানের দুর্গম সিবি জেলায় একটি ট্রেনে হামলায় প্রায় ২১ জন বেসামরিক নাগরিক ও চারজন সামরিক সদস্য নিহত হন।
ওই হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠন কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।
আরএইচ