ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি বাহিনী, জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মে ১৯, ২০২৫
গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি বাহিনী, জানালেন নেতানিয়াহু বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে সম্প্রসারিত স্থল অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী গাজার সব এলাকা নিয়ন্ত্রণে নেবে। এক ভিডিও বার্তায় তিনি এমনটি বলেন।

খবর বিবিসির।  

নেতানিয়াহু জানান, টানা ১১ সপ্তাহের অবরোধের পর গাজায় ন্যূনতম পরিমাণ খাদ্য ঢুকতে দেওয়ার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের সিনেটের মিত্রদের চাপের পরই নেওয়া হয়েছে।

ইসরায়েলে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, দুর্ভিক্ষ যেন না হয়—এটা বাস্তব কারণেই যেমন দরকার, তেমনি কূটনৈতিক দিক থেকেও জরুরি।

তিনি জানান, খাদ্য সহায়তা পৌঁছানো অব্যাহত থাকবে যতদিন না ইসরায়েলি সেনা ও মার্কিন কোম্পানিগুলো মিলিয়ে সহায়তা বিতরণের জন্য একটা ব্যবস্থা গড়ে তুলতে পারে। তবে পরিকল্পনাটি জাতিসংঘ প্রত্যাখ্যান করেছে।

সোমবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মী ও হাসপাতাল সূত্র।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তারা দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর ও এর পূর্বাঞ্চলের উপশহরগুলো খালি করার নির্দেশ দিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, সেখানে তারা নজিরবিহীন হামলা চালাতে যাচ্ছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।