ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১০৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মে ১৫, ২০২৫
গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১০৩ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে হামলা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাত থেকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। হামাস শাসিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এমনটি জানিয়েছে।

খবর বিবিসির।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় তাঁবুতে ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল।  

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, হাসপাতালের বারান্দাজুড়ে আহতরা শুয়ে আছেন। মরদেহে ঠাসা মর্গে আর জায়গা নেই।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র জানান, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে প্রাণঘাতী হামলা হয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গাজায় স্থল অভিযানের পরিধি বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল বোমাবর্ষণ আরও জোরদার করেছে। তারা বলছে, হামাসের যোদ্ধা এবং তাদের অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। পাশাপাশি হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে।

গাজার হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৫৩ হাজার ১০ জনের প্রাণ গেছে। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর হামলায় নিহত হয়েছেন দুই হাজার ৮৭৬ জন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।