ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২০, মে ৭, ২০২৫
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত, নিহত ৩

পাকিস্তানের অন্তত তিনটি জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার (০৬ মে) দিবাগত গভীর রাতে এ হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, মধ্যরাতে ভারতের ‘কাপুরুষোচিত’ মিসাইল হামলায় কোহলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে ৩ পাকিস্তানি শহীদ হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন।

তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা প্রতিক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বেসরকারি টিভি চ্যানেল এআরওয়াই নিউজকে রাত ১টা ৬ মিনিটে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী বলেন, ‘কিছুক্ষণ আগে কাপুরুষোচিত শত্রু ভারত বাহাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহানুল্লাহ মসজিদ, কোহলি ও মুজাফফরাবাদের তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের সমস্ত যুদ্ধবিমান আকাশে রয়েছে। এই কাপুরুষোচিত ও লজ্জাজনক হামলা ভারতের আকাশসীমা থেকেই চালানো হয়েছে। তাদের কখনোই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ’

পাকিস্তানের আইএসপিআরের ডিজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, পাকিস্তান এর জবাব নিজের পছন্দমতো সময় ও স্থানে দেবে। এই জঘন্য উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে। ’

তিনি বলেন, হতাহতের বিষয়ে মূল্যায়ন চলছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

পিটিভি নিউজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তান ইতোমধ্যে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে।

ওই পোস্টে বলা হয়, ‘এই কাপুরুষোচিত হামলায় এখন পর্যন্ত একটি শিশু শহীদ হয়েছে, একজন নারী ও একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। ভারত রাতের অন্ধকারে নিরীহ পাকিস্তানিদের লক্ষ্যবস্তু বানিয়েছে। ’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেন, ‘হামলাগুলো বেসামরিক এলাকায় চালানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘তারা নিজেদের আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে। সাহস থাকলে সামনে এসে দেখুক, আমরা যোগ্য জবাব দেব। ’

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা তাদের চেয়েও বেশি জোরালো প্রতিক্রিয়া দেখাব। শুধু বেসামরিকদের ওপর হামলা নয়, তা তারা নিজেদের নিরাপদ অবস্থান থেকে করেছে। ’

মুজাফফরাবাদ শহরের পার্বত্য অঞ্চলে রাতের পর একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারত সরকার ‘অপারেশন সিন্ধুর’ নামে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী’ অবকাঠামোর ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, ‘এই হামলা লক্ষ্যভিত্তিক, নিয়ন্ত্রিত এবং উত্তেজনা না বাড়ানোর মতো’। তাদের মতে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। ’

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল পর্যটক। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যা পাকিস্তান প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

সূত্র: ডন

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।