ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলা শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, নভেম্বর ৩, ২০১০
ইরাকে বোমা হামলা শতাধিক নিহত

বাগদাদ: যুদ্ধবিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদে সিরিজ আত্মঘাতী ও সিরিজ গাড়িবোমা হামলায় মঙ্গলবার শতাধিক নিহত এবং কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রে এখবর জানা গেছে।



ক্যাফে, হোটেল, এবং জনপ্রিয় বিপণীবিতান লক্ষ্য করে সর্বমোট ২১ টি হামলা চালানো হয়। এর মধ্যে ১১ টি গাড়ি বোমা, অন্যগুলো আত্মঘাতী।

ভয়াবহ হামলার পর বাগদাদে কারফিউ জারি করা হয়েছে।  

গীর্জায় জিম্মী আটক করে ৫২ জন নিহত হওয়ার রক্ত না শুকাতেই মাত্র দুই দিনের মাথায় ওই হামলা চালানো হলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।