ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহ’র 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহ’র  অমিত শাহ

কলকাতা: ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন। এই মর্মে দেশটির প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

দপ্তর থেকে এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি না দিলেও, জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি।

সেখানেই তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যে কোনো পাকিস্তানের নাগরিক আছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ থেকে থাকেন, তাদের শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। যদিও পশ্চিমবঙ্গের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আনুষ্ঠানিকভাবে এনিয়ে কিছু জানানো হয়নি।

গতকালই পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি আগের দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত।

২৪ এপ্রিল ভারত জানিয়ে দিয়েছে, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। সেই মোতাবেক ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।  

শুধুমাত্র বর্ধিত করা হয়েছে চিকিৎসা ভিসায়। সেখানে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারপরই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর এই আবহে বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের খুঁজে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৮ পর্যটক নিহত হন। আহত হন ২০ জনের বেশি। ভারতীয় বিভিন্ন সূত্রের বরাতে সেখানকার সংবাদমাধ্যম বলছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে লস্কর-ই-তৈয়বার একটি সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ভিএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।