যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারো হামলা শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত দুই হাজার জনের প্রাণ গেছে এবং পাঁচ হাজার ২০৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হামলা চালানো শুরু করে। সেই থেকে এ পর্যন্ত এক হাজার ৯৭৮ জনের প্রাণ গেছে।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চলে শুক্রবার ভোরের দিকে ধারাবাহিক হামলা চালায়। এতে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও চিকিৎসাকর্মীদের ভাষ্য, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি হামলায় একই পরিবারের অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন।
১৮ মাস আগে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত অন্তত ৫১ হাজার ৩৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৭ হাজার ২৪৮ জন।
গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তাদের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএইচ