ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘গাছের ছায়ার’ খোঁজে পাকিস্তানে ঢুকে আটক বিএসএফ জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
‘গাছের ছায়ার’ খোঁজে পাকিস্তানে ঢুকে আটক বিএসএফ জওয়ান ছবি: সংগৃহীত

পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে একজন বিএসএফ সদস্য আটক হয়েছেন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআই। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ওই বিএসএফ জওয়ান আটক হয়েছেন।

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ঘটনাটি ঘটলো।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং বুধবার দুপুরে একদল কৃষককে পাহারা দিচ্ছিলেন। তার পরনে বাহিনীর পোশাক ছিল, সঙ্গে ছিল বন্দুকও। তপ্ত দুপুরে গাছের একটু ছায়ার খোঁজ করছিলেন।  আর এটা করতে গিয়েই তিনি ভারতীয় সীমান্ত সামান্যই অতিক্রম করে ফেলেন। সেখানেই পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে যে, পাকিস্তানী সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটক হওয়া কনস্টেবলকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

এদিকে পহেলগাঁওয়ে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।  

একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল এবারও একইরকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে ‘কঠোর ভাষায়’ পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

শুধু তাই নয়; ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণার পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।