চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার বেড়ে এখন কার্যত ১৪৫ শতাংশে পৌঁছেছে, এক হোয়াইট হাউস কর্মকর্তা সিএনবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশে চীনের ওপর শুল্কহার ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশে উন্নীত করা হয়।
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের যেসব দেশের পণ্যে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, ০৯ এপ্রিল তা কার্যকর হওয়ার কথা ছিল।
তবে এদিনই তিনি জানিয়ে দেন চীন, কানাডা ও মেক্সিকো বাদে বিশ্বের অন্যান্য দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক আগামী ৯০ দিনের জন্য স্থগিত থাকবে।
তবে এই ৯০ দিন, অর্থাৎ তিন মাস এই দেশগুলোর সবার জন্য বাড়তি ১০ শতাংশ শুল্ক হার প্রযোজ্য হবে। আর মার্কিন বাজারে চীনের পণ্যে সর্বশেষ ধার্যকৃত শুল্ক ছিল ১০৪ শতাংশ। বুধবার তা কার্যকর হওয়ার দিনই আবার বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তাদের সরকার উসকানিকে ভয় পায় না। এরইমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছে চীন।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
আরএইচ