ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো    মান্দেলেতে ভূমিকম্প আতঙ্কে রাস্তায় রাত কটিয়েছেন অনেকে

মিয়ানমারে গতকালের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির জান্তা সরকার জানিয়েছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জনের বেশি।

ভূমিকম্পের পর থেকে ছোটখাট কম্পন অব্যাহত থাকায় আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় রাত কাটিয়েছেন, বিশেষ করে মান্দেলেতে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় মিয়ানমারের সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে। এটি এক বিরল পদক্ষেপ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

উদ্ধার কাজ চলছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার স্বয়ংক্রিয় ব্যবস্থা পেজার ধারণা করছে, এই ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হতে পারে। তবে এটি শুধুমাত্র একটি প্রাথমিক অনুমান, যা কম্পনের তীব্রতা ও ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যার ভিত্তিতে হিসাব করা হয়েছে। ভূমিধস, মাটির তরলীকরণ বা সুনামির মতো পরবর্তী প্রভাব এতে বিবেচনা করা হয়নি।

এদিকে, মিয়ানমারের সামরিক সরকারের হাতে আটক দেশটির সাবেক নেত্রী অং সান সু চি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হননি বলে জানা গেছে। কারা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসির বার্মিজ সার্ভিসকে জানিয়েছে যে তিনি এখনো রাজধানী নেপিডোর কারাগারেই রয়েছেন। ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে তিনি বন্দী জীবন কাটাচ্ছেন। ২০২৩ সালে তাকে কারাগার থেকে গৃহবন্দি করা হলেও পরে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।