ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর বিজয় অসম্ভব: গর্বাচেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, অক্টোবর ২৭, ২০১০
আফগানিস্তানে ন্যাটোর বিজয় অসম্ভব: গর্বাচেভ

লন্ডন: সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ মন্তব্য করেছেন, আফগানিস্তানে যৌথ বাহিনী বা ন্যাটোর পক্ষে বিজয় অর্জন করা অসম্ভব। বুধবার এ সংক্রান্ত তার একটি সাক্ষাৎকার বিবিসি প্রচার করে।



১৯৮৯ সালে সোভিয়েত সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করার সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এর আগে সেখানে দশ বছর যুদ্ধ চলে। তিনি আরও বলেন, সেখান থেকে সেনা প্রত্যাহার করে নিলে দেশটি আরেকটি ভিয়েতনামে পরিণত হবে, যা কোনো কাজ করবে না।

তিনি ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন। যদিও তিনি বলেন এটা অত্যন্ত কঠিন হবে।

গর্বাচেভ বলেন, ‘এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তবে এর বিকল্প কি? আরেকটা ভিয়েতনাম? পাঁচ লাখ সেনা পাঠানো? কোনো কাজ হবে না। ’

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।