ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, অক্টোবর ২২, ২০১০

পেশোয়ার: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারের একটি মসজিদে শুক্রবার বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

ডানি নিউজের খবরে জানাগেছে, পিসতাখার এলাকায় মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে বোমাটি বিস্ফোরণ ঘটে।



খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী মিয়া ইফতেখার হুসাইনের উদ্ধৃতি দিয়ে ডোনা নিউজ জানায়, হামলায় তিন জন নিহত ও ২০ জন আহত হয়েছে। তিনি একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

পুলিশ জানায়, হামলায় দেড় কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

প্রাথমিক খবরে বলা হয়েছে মসজিদের বারান্দায় বোমাটি রাখা ছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ঘণ্টা, অক্টোবর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।