ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতেই তেলআবিবে রকেট ছুড়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ১, ২০২৪
নতুন বছরের শুরুতেই তেলআবিবে রকেট ছুড়েছে হামাস

নতুন বছরের শুরুতেই ইসরায়েলের বাণিজ্যকেন্দ্র তেলআবিব লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুড়েছে হামাস। সোমবার মধ্যরাতের পরপরই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই রকেট ছোড়ে।

রকেট হামলার সঙ্গে সঙ্গে গাজা সীমান্ত এলাকা ও মধ্য ইসরায়েলে রকেট অ্যালার্ম চালু করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, হামাস রকেট উৎক্ষেপণ করেছে, গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠনের হাতে আটক সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোনও ‘হ্যাপি ইয়ার’ নেই বলে উল্লেখ করেছে  ইসরায়েলি বাহিনী।

হামাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামালার কথা স্বীকার করে। যেখানে তারা জানায় আল কাসিম ব্রিগেট তেলআবিবে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনিদের ওপর জায়নিস্ট বর্বরতার প্রতিবাদে তেলআবিব এবং এর বহিরাংশে এম৯০ রকেট দ্বারা আঘাত হানা হচ্ছে।      

রকেট হামলার পর এমডিএর (মেগান ডেভিড আদম) মুখপাত্র উল্লেখ করেন, জরুরি চিকিৎসা পরিষেবা এই ঘটনায় হতাহতের বিষয়ে কোনও কল পায়নি।

 

বাংলাদেশ সময়: ১৩৪১ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩ 

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।