ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

৩১ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ডিসেম্বর ৩১, ২০২৩
৩১ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

৩১ বছর পর হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। ৬২ বছর বয়স্ক ওই আসামিকে মুম্বাইয়ের পালঘার অঞ্চলের নালাসোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দিপক ভিসে নামক ওই ব্যক্তি ধর্মেন্দ্র সারোজ নামের এক জনের হত্যাকারী এবং ১৯৮৯ সালে রাজু চিকনা নামে আরও এক ব্যক্তির হত্যাকাণ্ডে অভিযুক্ত।  

১৯৯২ সালে জামিনে জেল থেকে বের হওয়ার পর ভিসে আর কখনো কোর্টে হাজিরা দিতে যাননি। ২০০৩ সালে আদালত তাকে পলাতক ঘোষণা করে।

পুলিশ যখনি ভিসের খোঁজে তার তুলাস্কারওয়াদি ঠিকানায় যেত তার প্রতিবেশীরা বলতো সে হয়তো মারা গেছে। তার পরেও পুলিশ তাকে খুঁজতে থাকে। দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিসের স্ত্রীর ফোন নাম্বার হাতে পায় মুম্বাই পুলিশ। সেই নাম্বার ট্র্যাক করতে গিয়ে নালাসোপাড়ায় ভিসের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হন তারা। সেখান থেকে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।  

ভিসে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল, সেখানে তিনি চুক্তি ভিত্তিক গাছ কাটার কাজ করতেন।

কান্দিভালি থানার সাব ইন্সপেক্টর নিতিন সাতাম জানান, ৬২ বছর বয়স্ক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩   

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।