ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

১৩ মে বার্লিন যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, মে ৩, ২০২৩
১৩ মে বার্লিন যাচ্ছেন জেলেনস্কি

আগামী ১৩ মে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে যাবেন বলে জার্মানির পত্রিকা তাদের খবরে জানিয়েছে।  

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ মে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

তাকে সামরিক সম্মাননাও জানানো হবে।  

পরে জেলেনস্কি আচেনের উদ্দেশে রওনা হবেন ২০২৩ সালের শার্লেমেন পুরস্কার নিতে।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরস্কারটি তৈরি করা হয়। যাদের ব্যতিক্রমী কাজ ইউরোপীয় ঐক্যের সেবায় সঞ্চালিত, তাদের এই পুরস্কার দেওয়া হয়।  

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এখন একদিনের নর্ডিক সম্মেলনের জন্য ফিনল্যান্ডের হেলসিংকিতে রয়েছেন।

হেলসিংকিতে তিনি নর্ডিক দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যুদ্ধ ও ইউরোপীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ০৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।