ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চলতি মাসেই মুক্ত হবেন চিলির খনিশ্রমিকরা: খনিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, অক্টোবর ২, ২০১০
চলতি মাসেই মুক্ত হবেন চিলির খনিশ্রমিকরা: খনিমন্ত্রী

কোপিয়াপো: চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্ধার করার জোর  সম্ভব রয়েছে। উদ্ধার কার্যক্রমের খননকাজে দ্রুত অগ্রগতি হওয়ায় এ আশা করা হচ্ছে।

চিলির খনিমন্ত্রী একথা  জানান।

খনিমন্ত্রী লরেন্স গুলবর্ন বলেন, উদ্ধারকর্মীরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আটকে পড়া শ্রমিকতদর কাছে পৌঁছাতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও উদ্ধারের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা যায় নি। আগামী কয়েকদিনের মধ্যেই তা নির্ধারণ করা যাবে।

উদ্ধার অভিযান পরিচালনাকারী  দলের প্রধান, আন্দ্রে সাওগাত্রে সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় একটি কাঠামো দাঁড় করাতে পারব’।

শ্রমিকদের খনির বাইরে বের করে আনতে বিশেষ ধরনের খাচা তৈরি করছে চিলির নৌবাহিনী। খাচাটি নিচে নামিয়ে একজন একজন করে উপরে তুলে আনা হবে।

এর আগে জানানো হয়েছিল শ্রমিকদের নভেম্বরে উদ্ধার করা সম্ভব হবে।

শ্রমিকরা ৫ আগস্ট থেকে চিলির সান হোসে খনির ২ হাজার ৩০০ ফুট নিচে আটকা পড়ে আছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।