ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কারাগার সহিংসতায় নিহত ১৬, আহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ১, ২০১০

কারাকাস: উত্তর ভেনেজুয়েলার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘর্ষে ১৬ জন বন্দি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩৫ জন।

টোকোরন কারাগার প্রধান কনসুলো সিরেডা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।



তিনি বলেন, ‘সোমবার থেকে বন্দিদের মধ্যে এ সহিংসতা শুরু হয়। ’ খবর আইএএনএসের।

তিনি জানান, ‘আহতদের নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। সুস্থ হওয়ার পর তাদের আবার কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

কনসুলো সিরেডা বলেন, ‘এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ’

এদিকে, কারাগার কর্তৃপক্ষ কারাগারের বাইরে সোমবার থেকে অপেক্ষারত বন্দিদের আত্মীয়-স্বজনকে শান্ত থাকতে বলেছে।

ভেনেজুয়েলায় কারাগারে সংহিসতা বর্তমানে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ বছর বিভিন্ন কারাগারে বন্দিদের মধ্যে সংহিসতায় ২শ ২০ বন্দি প্রাণ হারায়। আর ৪শ ৪০ বন্দি আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।