ফিলিপাইনের আদালত সাংবাদিক মারিয়া রেসা ও গণমাধ্যম র্যাপলারকে কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতিকে গণমাধ্যমের স্বাধীনতার বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এই মামলায় দোষী সাব্যস্ত হলে রেসার ৩৪ বছরের জেল হতে পারত। তিনি বলেন, সত্যের বিজয় হয়েছে, ন্যায় বিচারের জয় হয়েছে।
২০১৮ সালে মামলাটি শুরু হয়েছিল। ২০২৩ সালে এসে সেই মামলায় জয় পেলেন নোবেলজয়ী এই নারী।
র্যাপলারের প্রতিষ্ঠাতা হলেন রেসা। ফিলিপাইন সরকারের আইনি পদক্ষেপের লক্ষ্যে পরিণত হন।
সাবেক নেতা রদ্রিগো দুয়ের্তের নেতৃত্বাধীন ফিলিপাইন সরকার রেসা ও র্যাপলারকে কর ফাঁকির মামলায় অভিযুক্ত করে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএইচ


