ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আলোচনার সময় বসতিস্থাপন স্থগিত রাখার আহ্বান আব্বাসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, সেপ্টেম্বর ২৮, ২০১০
আলোচনার সময় বসতিস্থাপন স্থগিত রাখার আহ্বান আব্বাসের

প্যারিস: বিবদমান দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আয়োজিত আলোচনা চলাকালীন পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের বসতিস্থাপনের কাজ বন্ধ রাখার আহবান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা ব্যর্থ করতেই ইসরায়েল নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে।



মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা দাবি জানাচ্ছি, যতদিন আলোচনা চলবে, ততদিন বসতি নির্মাণ বন্ধ রাখা হোক। কারণ, আলোচনা থাকলে আশাও থাকবে। ’
 
আরব দেশগুলোর বিভিন্ন নেতা এবং ফিলিস্তিনের নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আগামী সপ্তাহে ফিলিস্তিন তাদের সরকারি প্রতিক্রিয়া জানাবে বলে সাক্ষাৎকারে বলেন মাহমুদ আব্বাস।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।