ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডের আরও তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, অক্টোবর ১, ২০১০
থাইল্যান্ডের আরও তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার

ব্যাংকক: থাইল্যান্ডের উত্তরপূর্বের আরও তিনটি প্রদেশ থেকে শুক্রবার জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। তবে রাজধানী  ব্যাংককে ধারাবাহিকভাবে ছোট খাট বিস্ফোরণের ঘটনা অব্যাহত থাকায় শহরে এখনও জরুরি অবস্থা বহাল আছে।

সরকারের এক মুখপাত্র এ তথ্য জানায়।

সরকারের মুখপাত্র পানিতান ওয়াট্টানায়াগর্ন বার্তাসংস্থা এএফপিকে জানান, নাখোন, র‌্যাচাসিমা, খোন কায়েন ও উডোন থানি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার নির্দেশে স্বাক্ষর করেছেন থাই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজাজিভা।

লাল শার্ট বিদ্রোহীদের সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯১ জন নিহত হওয়ার পর এপ্রিলের প্রথম দিকে সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এ আইনের আওতায় পাঁচজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করাসহ যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা অভিযোগে ৩০ দিন আটকের ক্ষমতা নিরাপত্তা বাহিনীকে দেওয়া হয়। এ আইন এখনও ব্যাংকসহ পাশ্ববর্তী ননথাবুরি, পাথুম থানি ও সামুত প্রাকানে বহাল আছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।