ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বুদাপেস্টে বসেছে দু’দিনব্যাপী হ্যাকার সম্মেলন!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, সেপ্টেম্বর ১৮, ২০১০
বুদাপেস্টে বসেছে দু’দিনব্যাপী হ্যাকার সম্মেলন!

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হয়েছে দু’দিনব্যাপী হ্যাকার সম্মেলন ‘হ্যাকটিভিটি ২০১০’ পর্ব। ১৮ সেপ্টেম্বরে শুরু হওয়া এ সম্মেলন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

বিশ্বের স্বনামধন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস স্ক্রিচির মূল প্রবন্ধ পাঠ করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এবারের সম্মেলনে এক হাজারেরও বেশি হ্যাকার অংশগ্রহণ করেছে বলে আয়োজক সূত্র জানিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে আরও আছে ওরাকলের আলেকজেন্ডার কর্নব্রাস্ট, কমপিউটার সিকিউরিটি প্রতিষ্ঠান ইএসইটি এর রবার্ট লিপোভস্কি এবং যুক্তরাষ্ট্রের নামকরা হ্যাকার মিচ অ্যাটম্যান।

তাছাড়া হাঙ্গেরি এবং বিশ্বের বিভিন্ন দেশের কমপিউটার বিশেষজ্ঞরাও এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ইন্টারনেট নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে দিকনিদের্শনামূলক আলোচনা করা হবে।  

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ