বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত ৬ কর্মকর্তাকে বদলি ও দায়িত্ব পুনর্বন্টন করা করেছে। এর মধ্যে উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়াকে রাজশাহী হাইটেক পার্কে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. ফরিদ উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—মো. গোলাম কবিরিয়া, উপপরিচালক (চলতি দায়িত্ব), সংযুক্ত প্রশাসন শাখা: গত বছরের ২২ সেপ্টেম্বর তৎকালীন জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হলেও মাত্র এক সপ্তাহের মাথায় ২৯ সেপ্টম্বর তাঁকে হাইটেক পার্ক কালিয়াকৈরে গাজীপুরের বদলী করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা কিবরিয়াকে এবার বদলি করা হয়েছে রাজশাহী হাইটেক পার্কে। এ ছাড়া আই-ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, নাটোরে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. মাহফুজুল কবির, উপপরিচালক (সংগ্রহ): রাজশাহী হাইটেক পার্ক থেকে তাকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে বদলি করা হয়েছে।
শাহরিয়ার আল হাসান, উপপরিচালক (চলতি দায়িত্ব): বিনিয়োগ অধিশাখার পাশাপাশি তাকে ওএসএস অধিশাখা ও জনসংযোগ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. শফিক উদ্দিন ভুঁইয়া, উপপরিচালক (চলতি দায়িত্ব): প্রশাসন অধিশাখায় (চলতি দায়িত্ব) সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পরিকল্পনা ও গবেষণা শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. হাসান ইবনে শাহী, উপসহকারী প্রকৌশলী (ই/এম): কালিয়াকৈর হাইটেক পার্ক থেকে সিলেট হাইটেক পার্কে বদলি হয়েছেন।
মো. মাসুম হোসেন, উপসহকারী প্রকৌশলী (সিভিল): সিলেট হাইটেক পার্ক থেকে কালিয়াকৈর হাইটেক পার্কে বদলি হয়েছেন।
জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে অনিয়মের অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে একাধিক সংস্থা তদন্ত করছে।
এনডি/এমজেএফ