ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফট নয়, আইফোন দামি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, ফেব্রুয়ারি ৭, ২০১২
মাইক্রোসফট নয়, আইফোন দামি!

একা আইফোনই অ্যাপলের ব্যবসা চাঙ্গা রেখেছে। এমনকি তিন মাসের শুধু একক আইফোনের আয় পুরো তিন মাসের মাইক্রোসফটের আয়কে ছাপিয়ে গেছে।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

২০১১ সালের পুরোটা সময়জুড়েই স্মার্টফোন গড়েছে একের পর এক বিক্রির রেকর্ড। গত বছরের শেষ ত্রৈমাসিকে এককভাবে আইফোন ২ হাজার ৪০০ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে।

কিন্তু ওই একই সময়ে পুরো মাইক্রোসফটের সবগুলো পণ্য মিলে আয় করেছে ২ হাজার ৯০ লাখ ডলার। মাইক্রোসফটের এ পণ্য তালিকায় আছে এক্সবক্স, উইন্ডোজ, মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ ফোন।

বিজনেস ইনসাইডার সূত্র জানিয়েছে, সর্বশেষ ত্রৈমাসিক হিসাবে অ্যাপল ৩ কোটি ৪০ লাখ আইফোন এবং ১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার আইপ্যাড ইউনিট বিক্রি করেছে। এ সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ বলে ব্যবসা সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ