ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গুগলকে ফ্রান্সের জরিমানা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, ফেব্রুয়ারি ২, ২০১২
গুগলকে ফ্রান্সের জরিমানা

এবার ফ্রান্সের আদালত আর্থিক জরিমানা করল গুগলকে। গুগল ম্যাপের অবৈধ অ্যাপলিকেশন ব্যবহার করায় এ জরিমানা করেছে দেশটির আদালত।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অনলাইনে ম্যাপ নিয়ে অনৈতিক প্রতিযোগিতার কারণে গুগলকে এ জরিমানা করা হয়েছে। এ জন্য আদালত গুগলকে ৫ লাখ ইউরো জরিমানা করেছে।

একটি ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠানের আর্থিক সেবায় কোনো ঘোষণা ছাড়াই গুগল ম্যাপ সেবা চালু করে এতে ওই প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাছাড়া ওই প্রতিষ্ঠানটি সরকারকে সেবাব্যয় দিয়েই ম্যাপকেন্দ্রিক এ ব্যবসা চালু করে।

কিন্তু গুগল কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই গুগল ফ্রান্সে ম্যাপ সেবা চালু করে। ফলে ওই সরকারি নিবন্ধিত ওই প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হলে গুগলের বিরদ্ধে মামলা করে বসে। এ রায় যায় গুগলের বিপক্ষে।

বাংলাদেশ সময় ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।