ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক চার্জেই সপ্তাহ গুণবে আইফোন

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ডিসেম্বর ২৭, ২০১১
এক চার্জেই সপ্তাহ গুণবে আইফোন

স্মার্টফোনের বিশ্বে চমক মানেই অ্যাপল। এবারও নবধারার দীর্ঘস্থায়ী ব্যাটারি উন্নয়নের কথা জানিয়েছে অ্যাপল।

এক চার্জেই এবার আইফোন চলব সপ্তাহজুড়ে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেল শক্তিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য ইএস পেটেন্ট এবং ট্রেডমার্কের জন্য অনুমতিও চেয়েছে অ্যাপল। আয়তনে ছোট, ওজনে হালকা আর দীর্ঘশক্তির এ ব্যাটারি প্রযুক্তি নিয়ে আইফোন নতুন চমকের প্রস্তুতি নিচ্ছে।

এ মুহূর্তে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিশক্তি গাড়িতে ব্যবহৃত হচ্ছে। এ প্রযুক্তিতে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি এবং ইলেকট্রনিক শক্তিতে রুপান্তর করা হয়। এবারে তা স্মার্টফোনের ব্যাটারি শক্তিতে ব্যবহার করা হবে।

স্মার্ট প্রযুক্তিতে অ্যাপল সব সময়ই একধাপ এগিয়ে। ব্যাটারি প্রযুক্তিতে নতুন এ শক্তির আগমনে আবারও স্মার্টফোন প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে বিশ্লেষকেরা অভিমত দিয়েছেন।

হাইড্রোজেন ফুয়েল সেল আয়তনে খুদে এবং ওজনে হালকা হবে। এ প্রযুক্তির ব্যাটারি কমপিউটার এবং মোবাইল ফোনেও ব্যবহারযোগ্য। এমনটাই জানিয়েছে অ্যাপল সূত্র।

কবে নাগাদ এ প্রযুক্তির বাণিজ্যিক আইফোন বাজারে আসবে এ বিষয়ে কোনো সুনিশ্চিত তথ্য দেয়নি অ্যাপল। তবে আগামী বছরের মধ্যভাগে কিংবা শেষভাগে এ হাউড্রোজেন ফুয়েল সেল ব্যাটারির আইফোন বাজারে আসবে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময় ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ