ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

আপডেট

সম্পদের হিসেবে ইবেকে ছাড়িয়ে গেল ফেসবুক

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, আগস্ট ৩১, ২০১০
সম্পদের হিসেবে ইবেকে ছাড়িয়ে গেল ফেসবুক

ইন্টারনেটনির্ভর প্রতিষ্ঠান ইবেকে ছাড়িয়ে গেল সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এ মুহূর্তে ফেসবুকের মোট সম্পদের আর্থিক মূল্য তিন হাজার ৩০০ কোটি ডলার।

উল্লেখ্য, ইবের সম্পদের আর্থিকমূল্য ৩ হাজার কোটি ডলার এবং ইয়াহুর এক হাজার ৮০০ কোটি ডলার।

এ ঘোষণার পর তাৎক্ষণিক ফেসবুকের সাধারণ শেয়ার মূল্য বেড়ে যায়। ফেসবুকের শেয়ার প্রতি বর্তমান মূল্য ৭৬ ডলার। তাছাড়া গত মাসে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেলে ক্রমেই এর জনপ্রিয়তা আরও বাড়তে শুরু করে।

সংশ্লিষ্টরা ধারনা করছেন, ভবিষ্যতে আরও বড় বড় বিনিয়োগে ফেনুবক আগ্রহী হয়ে উঠবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।