ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লন্ডনে ফোরজি নেটওয়ার্ক

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, নভেম্বর ১৫, ২০১১
লন্ডনে ফোরজি নেটওয়ার্ক

সময় এখন ফোরজি প্রযুক্তির। বিশ্বের বহু দেশে মোবাইল ফোনভিত্তিক থ্রিজির দিন ফুরিয়ে আসছে।

এ মুহূর্তে লন্ডনে ফোরজি প্রযুক্তির নেটওয়ার্ক চালু হয়েছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তিতে ‘ও২’ লঙ টার্ম ইভোলুশন (এলটিই) নেটওয়ার্ক চালু করেছে। ফোরজি সেবাদাতা ও২ সূত্র জানিয়েছে, এলটিই প্রযুক্তি থ্রিজি প্রযুক্তির তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে ডাউনলোড করতে পারে।

এরই মধ্যে লন্ডন শহরের পশ্চিমাংশে ফোরজি নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়েছে। এর আগে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩ মাসব্যাপী ও২ সেবাদাতা এলটিই প্রযুক্তির নেটওয়ার্ক পরীক্ষা করেছে। আর তাতে সফলতাও এসেছে ব্যাপক।

প্রাথমিকভাবে ফোরজি নেটওয়ার্কে ২.৬ গিগাহার্টজ গতির ইন্টারনেট পাওয়া সম্ভব। তবে এ সেবার সম্প্রসারণে ৮০০ মেগাহার্টজ গতির ইন্টারনেট যুক্তরাজ্যে সহজলভ্য হবে। এ গতিতে ডিজিটাল টিভির সম্প্রচারও মোবাইল ফোনে সহজেই উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময় ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।