ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মেয়েদের জন্য অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ১১, ২০১৬
মেয়েদের জন্য অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট

বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার এডা লাভলেসের সম্মানে প্রতিবছর ১১ অক্টোবর পালিত হয় এডা লাভলেস দিবস।

বিজ্ঞান-প্রকৌশল-প্রযুক্তি-গণিত শিক্ষা ও কর্মে মেয়েদের উৎসাহী করতে নানা আয়োজনে পালিত হয় দিনটি।

কোড মার্শালের সহায়তায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দিবসটি উপলক্ষে মেয়েদের জন্য একটি অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করেছে।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কোডমার্শালে (http://algo.codemarshal.org) এই কনটেস্ট অনুষ্টিত হবে।

এতে যে কোন মেয়ে অংশ নিতে পারবে। এজন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। আগ্রহীরা সরাসরি কনটেস্টে লিংকে (goo.gl/5OIjnJ) গিয়ে নিবন্ধন করতে পারবে।

কনটেস্টে অংশগ্রহণকারীদের আগামীতে বিডিওএসএন আয়োজিত গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্পে অংশগ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে গত ৮ থেকে ১০ অক্টোবর ঢাকার আদাবরে অনুষ্ঠিত হয়েছে বিডিওএসএনের গার্লস প্রোগ্রামিং-এর নতুন মেন্টরদের ক্যাম্প।

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জন মেন্টর অংশগ্রহণ করেন।

ক্যাম্পে ঢাকা ও ঢাকার বাইরে মেয়েদের প্রোগ্রামিংয়ে  উৎসাহী ও দক্ষ করে তোলার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে নিয়মিত প্রোগ্রামিং কনটেস্ট ও দেশের বিভিন্ন স্থানে মেয়েদের জন্য প্রোগ্রামিং ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

১০ অক্টোবর মেন্টরদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয়েছে ক্যাম্প।

সমাপনী পর্বে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপত মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক মোহাম্মত কায়কোবাদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।

উল্লেখ্য, বিডিওএসএন তাদের #missingdaughter কার্যক্রমের আওতায় এই আয়োজন করছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।