ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেমে হ্যাকারদের হানা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, অক্টোবর ২, ২০১৬
যুক্তরাষ্ট্রের ভোটিং সিস্টেমে হ্যাকারদের হানা

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সেখানকার প্রতিদন্ধী দুই প্রার্থী সহ নির্বাচন সংশ্লিষ্টরা। তবে মোটেও স্বস্তিতে নেই দেশটির প্রশাসন, কারণ তাদের ভোটিং সিস্টেমে হানা দিয়েছে হ্যাকাররা।

রয়টার্সের খবরে তথ্যটি জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি জেএইচ জনসন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের ভোটিং সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ হয়েছে ঠিক। কিন্তু কোথাও কোনো তথ্য কারসাজির প্রমাণ পাওয়া যায়নি।

এরইমধ্যে বিষয়টিকে আমলে নিয়ে এবং আসন্ন নির্বাচনে হ্যাকিং ঝুঁকির কথা মাথায় রেখে কাজ শুরু করে দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সিস্টেম হ্যাকের ঘটনাও তারা গুরুত্ব সহকারে দেখছেন।

আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই নির্বাচনে ব্যাপক মাত্রায় কারচুপি হওয়ার সন্দেহ পোষণ করছেন। অন্যদিকে ডেমোক্রেটদের আশংকা রাশিয়া হানা দিতে পারে নির্বাচনের ভোটিং সিস্টেমে।

গণমাধ্যমকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির প্রধান দনা ব্রেজিল গত মাসেই আশঙ্কা করে বলেছিলেন যে, রাশিয়ার মদদপুষ্ট হ্যাকাররা আমাদের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে।

তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকারদের প্রচেষ্টা কতটুকু সফল হয় তা নির্বাচন পরবর্তী সময়েই প্রমাণ হবে এমনটা বলছেন আলোচকরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।