ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের ব্যবহারের ওপর রবি’র কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইন্টারনেটের ব্যবহারের ওপর রবি’র কর্মশালা

ঢাকা: সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির আওতায় ইন্টারনেটের কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম ক্যামব্রিয়ান কলেজে ‘ইন্টারনেট ফর  ইউ’ সেশন পরিচালনা করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর ‘রবি’।

কর্মশালার তিনটি সেশনে তিনশো’রও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

সেশনটিতে নিরাপদ ও কার্যকর ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যাপারেও জোর দেওয়া হয়। পড়াশোনায় টেন মিনিট স্কুলের মতো অনলাইন এডুকেশন প্লাটফরমগুলো কিভাবে সহায়ক হতে পারে, সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয় এ কর্মশালা থেকে।

দেশে ইন্টারনেট বিস্তারে থ্রিজি অন্যতম অনুষঙ্গ। আর ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বড় একটি অংশ হচ্ছে তরুণরা। আত্মউন্নয়ন ও জ্ঞানার্জনের জন্য তারা কি সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করছে কিনা! এই সংশয় ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই ‘ইন্টারনেট ফর ইউ’ পদক্ষেপ গ্রহণ করেছে রবি।

এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউসেপ বাংলাদেশ এবং রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলাতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ সেশনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআইএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।