ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

উৎপাদন খরচের আড়াইগুণ বেশি দামে আইফোন ৭!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, সেপ্টেম্বর ২১, ২০১৬
উৎপাদন খরচের আড়াইগুণ বেশি দামে আইফোন ৭!

ঢাকা: হেডফোনের জ্যাক না থাকায় এমনিতেই আইফোন ৭ ও ৭ প্লাস নিয়ে সমালোচনায় অস্বস্তিতে রয়েছে অ্যাপল। এরমধ্যে একটি নতুন ‘হিসাব’ আরও বিব্রত করছে তাদের।

গবেষণা সংস্থা আইএইচএস’র ওই ‘হিসাবে’ বলা হচ্ছে, ফোন দু’টির দাম রাখা হচ্ছে উৎপাদন খরচের আড়াইগুণ বেশি!

এ নিয়ে স্মার্টফোন দু’টির সমালোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলোও সিরিজ প্রতিবেদন করছে।

হেডফোনের জ্যাক না থাকলেও অ্যাপলের দাবি, স্মার্টফোন দু’টির উৎপাদন খরচ আগের হেডফোনের জ্যাক সংযুক্ত স্মার্টফোনের চেয়েও বেশি। এ খরচের পেছনে তারা বলছে, আইফোন ৭ ও ৭ প্লাসে উন্নতমানের এ১০ প্রসেসর, পানি ও ধুলো প্রতিরোধক, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ আরও নতুন নতুন সুবিধা রয়েছে।  

কিন্তু আঁতকে দেওয়া ‘হিসাব’ তুলে ধরে আইএইচএস বলছে, ১২৮ গিগাবাইটের একটি আইফোন ৭ তৈরিতে অ্যাপলের খরচ পড়ে ২৯২ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)। অথচ কিনতে গেলে ডিভাইসটির জন্য ক্রেতাদের দিতে হচ্ছে সাড়ে সাতশ’ ডলার। যা উৎপাদন খরচের চেয়ে আড়াইগুণেরও বেশি।

খরচের তালিকা তুলে ধরে গবেষণা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, পর্দার জন্য ৩৭ ডলার, ব্যাটারির জন্য ৪ ডলার, ক্যামেরা ২৬ ডলার, লজিক বোর্ড ৭৪ ডলার, স্পিকার ১১.৫০ ডলার, কেসিংয়ে ২২ ডলার, অন্যান্য যন্ত্রাংশে ১১৭.৫০ ডলার মিলিয়ে খরচ হয় ২৯২ ডলার। অর্থাৎ বাজারে আইফোন ৭ যে দামে বিক্রি হচ্ছে তার মাত্র ৩৯ শতাংশ খরচ হয়েছে উৎপাদনে।

তাহলে এতো বেশি মূল্যে কেন স্মার্টফোন দু’টি বিক্রি হচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে। কিন্তু এই প্রশ্নবাণে যথারীতি চুপসে আছে অ্যাপল।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।