ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

নেটগিয়ারের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, এপ্রিল ২৩, ২০১৬
নেটগিয়ারের ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট

কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ দেশের বাজারে নিয়ে এসেছে নেটগিয়ার ব্র্যান্ডের ‘ডব্লিউএনএপি২১০’ মডেলের একটি পিওই (পাওয়ারওভারইথারনেট) ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট। বিশেষ নিরাপত্তা সুবিধার জন্য এতে ডব্লিউএপি ও ডব্লিউএপি২ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সেকেন্ডে ৩০০ মেগাবাইট গতির এই অ্যাকসেস পয়েন্টে একসাথে ৩০টি ডিভাইস সংযুক্ত করা যায়। দেয়ালকিং বা সিলিং‘এ সহজে স্থাপনের জন্য এতে মাউন্টিং কিট দেয়া আছে।

আজীবন ওয়ারেন্টির এই ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টের দাম ৯ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬

এসজেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।