ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

শাবিপ্রবিতে মটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, এপ্রিল ২০, ২০১৬
শাবিপ্রবিতে মটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে ‘মটিভেশনাল ও টিম গঠন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।

সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভাগের স্পেস নিয়ে বেশ সমস্যা আছে। আমরা কাজ করছি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।

বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক আবদুল আওয়াল বিশ্বাস, অতিরিক্ত পরিচালক অধ্যাপক আশরাফুল আলম এবং অধ্যাপক জহির বিন আলম।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ