ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ময়মনসিংহে ‘স্যামসাং গ্যালাক্সি জে-১ নেক্সট’ সেটের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মার্চ ২৪, ২০১৬
ময়মনসিংহে ‘স্যামসাং গ্যালাক্সি জে-১ নেক্সট’ সেটের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘গ্যালাক্সি জে-১ নেক্সট’ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নগরীর দুর্গাবাড়ি রোডের মোবাইল বাজারে এ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাংয়ের রিটেইল ডেভেলপমেন্ট অফিসার ওমর ফারুক, টেরিটরি ম্যানেজার জীবন কর, ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার নাসরিন অপি, ডিস্ট্রিবিউশন ওনার মুশফেকুর রহমান বিশ্বাস।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতামূলক বাজারে নিত্যনতুন হ্যান্ডসেটের চাহিদা বেড়েই চলছে। স্যামসাং সব সময় গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় বাজারে নিয়ে আসা হয়েছে জে-সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। নতুন এ ডিভাইসটিতে ডুয়েল সিম সুবিধা রয়েছে এবং আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। তরুণদের সব সময় কানেকটেড রাখতে স্টাইল ও পারফরমেন্সের সমন্বয় করে এই হ্যান্ডসেটটি প্রস্তুত করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যম কর্মীদের হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে ব্রিফ করা হয়। বলা হয়, এ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে- এর আল্ট্রা ডাটা সেভিং মোড ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে। সেই সঙ্গে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ