ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

শিক্ষার মানোন্নয়নে ‘গুগল ক্লাসরুমের’ ব্যবহার নিয়ে সেমিনার

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, সেপ্টেম্বর ৮, ২০১৫
শিক্ষার মানোন্নয়নে ‘গুগল ক্লাসরুমের’ ব্যবহার নিয়ে সেমিনার ছবি: সংগৃহীত

গুগল ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্টারন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে আয়োজন করে “গুগল ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রদানের মানউন্নয়ন” শীর্ষক সেমিনার।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এস.এম. মাহবুব-উল-হক মজুমদার।



অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মাহাবুব আলী এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এম. ফখরে হোসেন।

সেমিনারটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভূইয়াঁ। এতে বিশেষজ্ঞ ও অংশগ্রহনকারীরা উন্মুক্ত আলোচনা করেন।

এই তথ্যবহুল সেমিনারে গুগল ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে কিভাবে শিক্ষাদাতারা শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান বাড়াতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।