ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের খরচ কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, আগস্ট ৩১, ২০১৫
ইন্টারনেটের খরচ কমছে ছবি: প্রতীকী

ঢাকা: ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইডথ পাওয়া যাবে।

নূন্যতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য কার্যকর হবে।
 
নতুন এ মূল্য ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।

আগে ১ এমবিপিএস ব্যান্ডউইডথের জন্য খরচ পড়তো ১ হাজার ৬৮ টাকা।
 
বিএসসিসিএল জানায়, ভারতে রফতানির জন্য প্রতি ব্যান্ডউথের দাম ধরা হয়েছে ১০ ডলার। ওই দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে দাম কমানো হচ্ছে।
 
দাম কমানোতে মানুষের ইন্টারনেট ব্যবহার বাড়বে বলে মনে করেন মনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫, আপডেট ১৫৩০
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।